খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ধারাবিহকতায় সম্প্রতি (১৪ ফেব্রুয়ারি, ২০১৬) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াস্থ মোগড়া বাজার এবং (১৮ ফেব্রুয়ারি ২০১৬) কুমিল্লার মুরাদনগরস্থ বাখরাবাদ বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেট দু’টি উদ্বোধন করেন।
মোগড়া বাজার আউটলেট উদ্বোধনকালে ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ মোল্লা, আখাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ মোজাহারুল ইসলাম চৌধুরী এবং বাখরাবাদ বাজার এজেন্ট আউটলেট উদ্বোধনকালে ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মোগড়া বাজার আউটলেটের এজেন্ট মোঃ আব্দুল কাইয়ুম ভূঁইয়া এবং বাখরাবাদ বাজার আউটলেটের এজেন্ট মোঃ মনিরুল ইসলাম সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।