Tue. Aug 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃদ্ধি অব্যাহত রয়েছে।সপ্তাহের প্রথম কার্যদিবসে আগের সপ্তাহের ধারাবাহিকতায় লেনদেন বেড়েছে। একইসাথে অধিকাংশ মূল্যসূচকও বেড়েছে।
ডিএসইতে আজ ৩১৭ টি কোম্পানির ১১ কোটি ১২ লাখ ৬০ হাজার ৬৫০ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৬৮ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৫৪৩ টাকা। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৯১ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.০৫ পয়েন্ট কমে ৪৫৭৭.৬২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৪৬ পয়েন্ট বেড়ে ১৭৭৩.৬৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৩.২০ বেড়ে ১১২৮.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া ৩১৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:বিএসআরএম লিঃ,লাফার্জ সুরমা, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, আমান ফীডস, সিনোবাংলা ইন্ডা:, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও আইডিএলসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তাল্লু স্পিনিং, সিনোবাংলা ইন্ডা:, মিরাক্যাল ইন্ডা:, ইনটেক ইন্ডা:, ডেফোডিল কম্পিউটার, লাফার্জ সুরমা, বারাকা পাওয়ার, আমান ফীডস, জিপিএইচ ইস্পাত ও জেমীনি সী ফুড।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ফাইন্যান্স, আইএসএন লি:, প্যারামাউন্ট ইন্সুঃ, ইন্টা: লিজিং, ডিবিএইচ, আইপিডিসি, ফারইস্ট ফাইন্যান্স, আইডিএলসি, সমতা লেদার ও সন্ধানী ইন্সু

অন্যরকম