খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬ নরসিংদী থেকে, তোফাজ্জল হোসেন ।।পুকুর ধারে খেলতে গিয়ে পানিতে তলিয়ে সলিল সমাধি ঘটেছে বৈশাখী (১০) ও শ্রাবন্তী (৮) নামে দুই শিশুর। শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকায় এই র ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বৈশাখীর পিতা রাশেদ এবং শ্রবন্তীর পিতা আলিম দুজনেই ভ্যান শ্রমিক। জীবিকার তাগিদে রাশেদ বিবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থেকে এবং শ্রাবন্তীর পিতা আলিম কুমিল্লার হোমনা থেকে নরসিংদীর শেখেরচর আসে। তারা সেখানে পৃথক পৃথক বাড়ীতে ভাড়া থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। বৈশাখী ও শ্রাবন্তী বিকেল বেলা বাসা থেকে খেলতে বের হয়। কিন্তু সন্ধার পরেও তারা বাড়ী না ফেরায় তাদের পিতামাতা উদ্বিগ্ন হয়ে উঠে। তারা বৈশাখী ও শ্রাবন্তীকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও পায়নি। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে গিয়ে দেখে তাদের জুতা জোড়া পড়ে রয়েছে। এ অবস্থায় তারা পানিতে নেমে তল্লাশী চালিয়ে পুকুরের গভীর পানি থেকে তাদের লাশ উদ্ধার করে। তরতজা এ দুটি শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ এই শিশু দুটিকে দেখার জন্য তাদের বাড়ীতে ভীড় জমায়।