খোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
মহেশপুর থানার এসআই সোহরাব হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে হলদিপাড়া গ্রামে একটি ক্ষেতে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত সন্টু (২৮) উপজেলার লালপুর গ্রামের রওশন আলীর ছেলে। মহেশপুর থানার আকিমুল ইসলাম হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন তিনি।
ওই মামলার এজাহারের বরাত দিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, “গত ১৪ ফেব্র“য়ারি সন্টু ও তার সহযোগীরা একই উপজেলার গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে আকিমুল ইসলামকে তার মোটরসাইকেলসহ অপহরণ করে। চার দিন পরে ১৮ ফেব্র“য়ারি দুপুরে সাজিয়া গ্রামের একটি গম ক্ষেতে তার লাশ পাওয়া যায়।”
ওই মামলায় সন্টুকে সোমবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হলদীপাড়া গ্রামের মাঠে ‘অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দিলে’ গভীর রাতে পুলিশ তাকে নিয়ে সেখানে অভিযানে যায় বলে এসপির ভাষ্য।
“ওই মাঠে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সন্টুর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও জবাব দেয়। এভাবে ৭/৮ মিনিট বন্দুকযুদ্ধের মধ্যে সন্টু পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।”
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক সন্টুকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, ঘটনাস্থলে একটি পাইপগান ও কয়েকটি গুলি পাওয়া গেছে। বন্দুকযুদ্ধের সময় মাসুদ আহমেদ ও আহসান আলী নামের দুই কনস্টেবলও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।