খোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬:ঢাকার কাকলীতে উল্টো পথে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে শ্যামলীতে সড়ক অবরোধ করেছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষাভ শুরু করলে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আলোকচিত্র সাংবাদিক তানভীর আহমেদ জানান, ছাত্র-ছাত্রীদের অবরোধের কারণে সড়কের দুই দিকে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। বাস-টেম্পো থেকে নেমে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (তেজগাঁ বিভাগ) ওয়াহিদুল ইসলাম বলেন, “ঘণ্টা দেড়েক ধরে অবরোধ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছি।”
একদিন আগে নিহত ওই ছাত্রের নাম রিয়াজউদ্দিন অপু (২৬)। তার বাসা তেজকুনি পাড়ায় এলাকায়।
সোমবার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাকলী মোড় থেকে নেভি সদর দপ্তরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন অপু। উল্টো পথে থাকা পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়; তার বন্ধুও আহত হন।
ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে সোমবারই রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় বলে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন খান জানান।
শ্যামলীতে বিক্ষোভে থাকা আশা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ ব্যাচের ছাত্র তমাল বলেন, “আমরা ঘটনার সুষ্টু তদন্ত চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।