Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: পোশাক কারখানার মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই খাতের করপোরেট কর কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বস্ত্র খাতের সংগঠন বিজিএমইএ’র ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসায়ীদের সবসময় সুযোগ-সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেও অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন অর্থমন্ত্রী।
“করপোরেট ট্যাক্স, যেটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছিল, সেটা কমিয়ে আনার ব্যাপারে অনুমোদন হয়েছে, নীতিগতভাবে তিনি (অর্থমন্ত্রী) সম্মতি দিয়েছেন। আশা করি, খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়িত হবে,” বলেন বাণিজ্যমন্ত্রী।
২০১৪-১৫ অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্পে ৩৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করা হচ্ছে। এর আগে ২০০৫ থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকার ‘বিশেষ বিবেচনায়’ এই কর হার ১০ শতাংশে রেখেছিল।
শিল্পের ‘সক্ষমতা’ বেড়েছে বিবেচনায় অন্যান্য খাতের মতো তৈরি পোশাক শিল্পও ৩৫ শতাংশ করপোরেট করের আওতায় আসে।
ফাইল ছবি ফাইল ছবি অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, বিজিএমইএ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উদ্যোগে চলমান দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের মাঝে সনদ, প্রশিক্ষণ ভাতা ও চাকরির নিয়োগপত্র বিতরণ করেন মন্ত্রী।
প্রকল্পের আওতায় সদ্যবিলুপ্ত ছিটমহলের ২৯ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। দেড় মাসের প্রশিক্ষণ শেষে তাদের কয়েকজনকে বিজিএমইএর সদস্য কারখানায় চাকরি দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ছিটমহলের মানুষদের ডেকে এনে প্রশিক্ষণ দেওয়া, ভাতা দেওয়া, চাকরি দেওয়া একটি মহৎ কাজ। বিজিএমইএ ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানির যে লক্ষ্য ঠিক করেছে তা করতে শ্রমিক সংখ্যা ১৫-২৫% বাড়াতে হবে। সেজন্যই দক্ষ জনশক্তি সৃষ্টিতে এই প্রশিক্ষণ ভালো একটা উদ্যোগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, দক্ষতা উন্নয়ন প্রকল্পের (এসইআইপি) পরিচালক আব্দুর রউফ তালুকদার ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
সিদ্দিকুর রহমান বলেন, এসইআইপি এর আওতায় পোশাক শিল্পের বিভিন্ন পদে, বিশেষ করে প্রাথমিক থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে ৪৩,৮০০ দক্ষ জনশক্তি তৈরি করা হবে।
ইতোমধ্যে প্রকল্পটির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।