খোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: প্রেম-বিয়ে এমন একটা সম্পর্ক যা জীবনকে সম্পূর্ণ একটা নতুন দিকে নিয়ে যায়। হয় সেটা খুব ভালো হয়, নয়তো খুবই খারাপ। মাঝামাঝি যা কিছু হয় তা লোক দেখানো। যদি এই সম্পর্ক বিষিয়ে যায়, তবে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তবে এক দিনে এমনটা হয় না। সম্পর্ক বিষিয়ে উঠলে আপনি নানা রকম ইঙ্গিত পাবেন। যদি এই ব্যাপারগুলি আপনি রোজকার জীবনে লক্ষ্য করেন, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। দেখে নিন সেই লক্ষণগুলি।
১) সব সময় ক্লান্ত লাগবে: আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা থেকে আমরা এনার্জি সংগ্রহ করি। এমনকী নিজেদের থেকেও করি। যদি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক বিষিয়ে যায়, তবে তাঁর কাছে যেতেই আপনার সব এনার্জি উধাও হবে। ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন। বিশেষত, বচসা হওয়ার পর। এটা আপনার কাজের ওপরেও প্রভাব ফেলবে। যদি সঙ্গীর কথা মনেও আসে, তা হলেও ক্লান্ত লাগবে নিজেকে।
২) অখুশি থাকবেন সব সময়: কঠিন সময়েও সঠিক সঙ্গীর সঙ্গে থাকলে আপনি আনন্দ খুঁজে পাবেন। কিন্তু বিষিয়ে যাওয়া সম্পর্কে থাকলে আপনি যতই আনন্দের আহবে বাস করুন, যত বিলাসব্যসনে থাকুন, সব সময় একটা অখুশির ভাব আপনাকে পেয়ে বসবে। সেটা এতটাই প্রকট হবে, যা অন্য মানুষের চোখেও পড়বে।
৩) ভুলের বাতাবরণে বাস করবেন: সব সময় মনে হবে কিছু একটা মিসিং। কিছু একটা ভুল হচ্ছে। একটা গোলকধাঁধাঁর মধ্যে পথ খোঁজার মতো অবস্থা হবে, কিন্তু পথ শেষ পর্যন্ত খুঁজে পাবেন না। এর জন্য আপনি বিভিন্ন সমস্যাকে দায়ী করতে পারেন, তবে আসল সমস্যা থেকেই যাবে।
৪) ছেড়ে যেতে মন চাইবে: সব সময় পালাই পালাই ভাব। বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কিন্তু দ্বিধাবিভক্ত অবস্থা না পারবেন ছাড়তে, না পারবেন মন থেকে গ্রহণ করতে। ভবিষ্যৎ সম্পর্কে ভাবতেও ভয় করবে। ভেতর থেকে আপনাকে বার বার জানান দেবে, এই সম্পর্ক ক্ষতিকারক। আসলে এটা এক রকমের এনার্জি যা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। যাকে সহজ ভাষায় ‘গাট ফিলিং’ বলে।
৫) রাগ আর বিরক্তির ভাব: সঙ্গী যা খুশি করুন, আপনার কিছুই ভালো লাগবে না। যদি ভালো কিছু রান্না করে আপনাকে খেতেও দেন, তবুও ভালো মনে খেতে পারবেন না। মনোবিদরা বলছেন, সঙ্গীর কাছ থেকে এত নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন, যে পজিটিভ কিছুই আপনি দেখতে পাবেন না।
৬) নিজের প্রতি বিরাগ জন্মাবে: যেমন খুশি পোশাক, অবিন্যস্ত চুল- এ নিয়েই বেরিয়ে পড়লেন বাইরে। এক কথায় নিজেকে ভালোবাসা বন্ধ করে ফেলবেন। জীবনের লক্ষ্যও হারিয়ে ফেলবেন। সব সময় নিজেকে দোষারোপ করবেন এই সম্পর্কের জন্য।
৭) এ ধরনের খবর খুঁজবেন: যদি আপনি এতটা পড়ে ফেলেন তবে বুঝবেন আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পথের সন্ধান করছেন। যদি এ ধরনের আর্টিকল বা বই আপনি রোজ খোঁজেন এবং পড়েন, তবে অবিলম্বে মনোবিদের কাছে যান। কারণ সঠিক পছের সন্ধান আপনার মনের সঙ্গে সঙ্গে মনোবিদরাই ভালো দিতে পারবেন।