Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যগেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় গেড়ে আছে এমন জনগোষ্ঠীর উপর এবং বৈচিত্র্য ও সৌহার্দের ঐতিহ্যের উপর আঘাত।
এই ঘটনাসহ সকল চরমপন্থী আঘাতের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে বাংলাদেশের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে বিবৃতিতে জানান তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার এবং সন্ত্রাস দমন অভিযানের মাধ্যমে বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের মধ্য দিয়ে জঙ্গি বাদের মূল উৎপাটনে বাংলাদেশ সরকারের দৃঢ় সংকল্প পরিলক্ষিত হয়। এ ঘটনায় এর আগে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।

অন্যরকম