Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: চীনা প্রতিষ্ঠানকে হটিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ভারত। একশ ৬০ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিতে পৌঁছাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় দুই আঞ্চলিক শক্তি ভারত ও চীনের মধ্যে। আগামী ২৮ ফেব্র“য়ারি বাংলাদেশ-ভারতের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হবে।
সম্প্রতি শ্রীলঙ্কায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাফল্য দেখিয়েছে চীন। বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতীয় কোম্পানি কাজ পাওয়ায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা খেল চীন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আলোচনার পর ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করতে যাচ্ছে। নয়াদিল্লি এবং ঢাকার কর্মকর্তারা বলছেন, আগামী ২৮ ফেব্র“য়ারি দুই দেশের মাঝে এ চুক্তি স্বাক্ষর হতে পারে।
চীনা প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড খুলনায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেতে ভারতের বিএইচইএলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। চীনা এ প্রতিষ্ঠানটির ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশে পাওয়ার প্রজেক্ট রয়েছে।
তবে টেকনিক্যাল কারণে এ প্রকল্পের কাজ পাওয়ার সুযোগ থেকে চীনা ওই প্রতিষ্ঠানটি হেরে গেছে বলে বাংলাদেশের একজন কর্মকর্তা জানান।