Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: গেল বছর দেশের মাটিতে ভারত সিরিজ এখনও স্মৃতির পাতায় তরতাজা হয়ে আছে। সেই সিরিজ নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই ভেসে আসবে মুস্তাফিজ বীরত্বের কথা। যার কারণেই প্রথমবারের মত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়লাভ করেছিলো টাইগাররা।
আর সেই সিরিজটাই আলোচিত হয়ে আছে মাঠের মধ্যকার আরও একটা খন্ড লড়াইয়ের কারণে। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন কুল নামে পরিচিত মাহেন্দ্র সিং ধোনি আর কাটার মাস্টার মুস্তাফিজ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনকোর তরুন সাতক্ষীরার মুস্তাফিজ। অথচ সেই মুস্তাফিজকেই কিনা কুনই দিয়ে ইচ্ছে করে ধাক্কা দিয়ে পিচের উপর ফেলে দিলেন!
মাস দুয়েক আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল দ্বৈরথ তখনও দগদগে ঘা হয়ে জ্বলছে। সেই সময় ধোনির এমন আচরন মেনে নিতে পারেন নি কেউই। আর দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান তো ননই। যার রিঅ্যাকশন দেখা যায় তার দু ওভার পরেই। বোলিংয়ে আসেন সকিব আল হাসান। এসেই খলনায়ক ধোনিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ। ঠিক তখনই দেখা যায় মিস্টার অল রাউন্ডারের এই খ্যাপটে উদযাপন। যাতে মিশেছিলো ছোট ভাই মোস্তাফিজকে অমানবিকভাবে আঘাত করার জবাব।
ভারতের বিপক্ষে ম্যাচ আসলেই তাই অবধারিত ভাবে উঠে আসবে সাকিবের সেই খ্যাপাটে উদযাপনের দৃশ্যটি। ২৪ ফেব্র“য়ারি যখন দরজায় কড়া নাড়ছে আরও একটি এশিয়া কাপ তখন ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোটি টাইগার প্রেমিক প্রার্থনা করবেন সাকিবের এমন উদযাপনের লাইভ রিপ্লে আরও কয়েকবার দেখার। সাকিবের সাথে যদি মাশরাফি মুস্তাফিজও জ্বলে উঠেন তাহেলে ভারতকে আরও একবার হতাশায় ডুবানো কঠিন কিছু হবে না। এমনটাই বিশ্বাস টাইগারপ্রেমীদের।