খোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: ককটেল, জিহাদি বই, ইলেক্ট্রনিক ডিভাইসসহ শিবিরের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ৮৫/৪ মধ্যপীরের বাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নাম আবদুর রহিম ও মো. শফিউদ্দিন।
এ সময় তাদের হেফাজত হতে ৫৫টি ককটেল, ৪০০ জিহাদি বই, ইলেকট্রনিক ডিভাইস, চাঁদা আদায়ের রশিদ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দুজনেই ঢাকা কলেজের ছাত্র ও শিবিরের সক্রিয় সদস্য। তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল গুলো সংগ্রহ করেছিল। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ভূইঁয়া মাহবুব হাসানের নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।