খোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: খোন্দকার গোলাম মোর্ত্তজা ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ২৪ ফেব্র“য়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেন, আপনি যখন উপলব্ধি করেছেন ১/১১’র সময়টি ছিল অবৈধ এবং যারা ঐ সময় পৃষ্ঠপোষকতা করেছেন তাদের বিচারের আওতায় আনবেন বলে ঘোষণা দিয়েছেন। তখন জাতি আপনার উপলব্ধিকে সাধুবাদ জানায়। সাথে সাথে আজকে সারাদেশে দাবি উঠেছে ঐ সময়কার দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আপনি ৭ বছর পরে যে উপলব্ধি প্রকাশ করেছেন আগামী অনেক বছর পরে হলেও আজকের এই অন্যায়, অবিচার, মিথ্যা মামলা, গুম-খুনের বিচারের সম্মুখীন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঐসময় নিজেই বলেছিলেন ‘১/১১ আমাদের আন্দোলনের ফসল’। আপনি তাদের সকল কর্মকাণ্ডের দায়মুক্তি দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিন পরে হলেও এদেশের গণতন্ত্রকে সামনে রেখে ১/১১’র সময় জরুরী অবস্থা জারী সঠিক ছিল না, গণতন্ত্র হত্যা করে সাবেক দুই প্রধানমন্ত্রীকে মাইনাস টু ফর্মুলা ছিল একটি গভীর ষড়যন্ত্র। আমরা এই মুহুর্তে দাবি করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেতা, বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল শীর্ষ নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে গণতন্ত্রের পথের শুভ সূচনা করুন।