খোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬:জিয়ানগর প্রতিনিধি।।জিয়ানগরে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে জিয়ানগর প্রেসক্লাবে বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সবিন কবির খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী দলত্যাগী ও আওয়ামী লীগের সুবিধাভোগী। সাত বছর ধরে তিনি দলের সাথে জড়িত ছিলেন না। এমনকি কোন ওয়ার্ড ও থানার কোন কমিটিতে তার নাম নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ লতিফ হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা বেগমসহ বালিপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, এ ইউনিয়নে জোটের প্রার্থী দেয়ার কথা ছিল জামায়াতের। তিনি মনোনয়ন জমা দিলে বিএনপির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতো। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার জানান, বিএনপির মনোনীত প্রার্থী সবিন কবির খান ২০০৯ সালে বিএনপির সদস্য ফরম পূরণ করেছিল।