খোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: কুশীলব যারা বাংলাদেশের সংবিধানকে অমান্য করে ২ বছর ক্ষমতায় থেকেছে তাদের বিচার বিএনপি আগে চায় বলে জানিয়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মোশারফ হোসেন বলেন, জরুরি আইনের সময় যারা দুই নেত্রীকে মাইনাস করে দুই বছর অবৈধ ভাবে ক্ষমতায় থেকেছেন তাদের বিচার আগে করতে হবে। তার পরে করতে হবে যারা লেখালেখি করেছেন তাদের বিচার।
সাবেক এ স্বাস্থ্য মন্ত্রী বলেন, এক শাসরুদ্ধকর পরিবেশে সারা বাংলাদেশের মানুষ আজ বসবাস করছে, নিরাপত্তা বলতে কিছু নেই সমাজের সর্বক্ষেত্রে আজ অবক্ষয় বিরাজ করছে। কথা বললেই জেল জুলুম গুম অপহরণ করা হয়।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র আজ ভূলণ্ঠিত শাসকেগাষ্ঠী গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছ। প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা বার বার গণতন্ত্রকে হত্যা করছে।
একই আলোচনা সভায় দেশে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দলীয় অনেক মিডিয়ার ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলে খসরু ভাই আমরা এখন সরকারের ম্যানেজার হয়ে গেছি তারা যে ভাবে বলছে সেভাবেই কাজ করছি।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে সাবেক এ বাণিজ্য মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে মামলা দেয়ার অর্থ হচ্ছে ভয়ভীতি দেখিয়ে মিডিয়াকে গলাটিপে হত্যা করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহ-সভাপতি সাদেক আহমেদ খান, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম রিয়াল নোমান, কৃষক দলের যুগ্ম-সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।