Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: স্বাগতিক বাংলাদেশ ও হট ফেভারিট ভারতের ম্যাচ দিয়ে পর্দা উঠছে প্রথমবারের মত এশিয়া কাপের টি-টোয়েন্টি অধ্যায়ের । মিরপুরে ২৪ ফেব্র“য়ারি এশিয়া কাপের গোড়াপত্তন হবে এ ম্যাচের মধ্য দিয়ে।
এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত এ টুর্নামেন্টের ১২ টি আসর হয়ে গিয়েছে আগেই । এবার ১৩ তম আসরে ফরম্যাটে এসেছে পরিবর্তন । ৫০ অভারের বদলে এবার ২০ ওভারের ক্রিকেট দিয়ে নির্ধারিত হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট । সামনের মাসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে দলগুলোর সামনে যেন নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ।।
শেষ ৬ ম্যাচের ৫টা জিতে আসা ভারতীয়দের হালকাভাবে থাকার সুযোগ নেই। বাংলাদেশে তাদের শেষ সফর মোটেও সুখকর ছিলনা। বাঘের ডেরায় এসে ধোনি বাহিনী সিরিজ হারে ২-১ এ । বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম যোগাচ্ছে সাহস । আগে আসরে কেবল একবার ফাইনাল খেলা বাঘেরা নিশ্চয়ই চাইবে ঘরের মাঠে ট্রফি উচিয়ে ধরতে। আর সেখানে দুর্দান্ত সূচনার বিকল্প নেই।
আর গত সিরিজে ভারতকে একাই বিধ্বস্ত করেন মুস্তাফিজুর রহমান। ভারতের কোহলিও মানছেন মুস্তাফিজুরই পারেন দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে।
ভারতীয়রা আস্থা রাখতে চাইবে তাদের ব্যাটিং লাইনআপের উপরেই। সম্প্রতি অস্ট্রেলিয়াকে টি-২০ হোয়াইটওয়াশ করেছে তারা। দলে নিজের জায়গা আগের মতো ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ হবে যুবরাজের জন্য।
ভারতের অধিনায়ক ধোনিকে নিয়ে আছে শঙ্কা । ধোনিই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। কিন্তু যদি তিনি না খেলেন সেক্ষেত্রে ব্যাক আপ হিসেবে রয়েছেন পার্থিব প্যাটেল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ সৌম্য , কায়েস , সাব্বির , সাকিব , রিয়াদ , মুশফিক , নাসির, সোহান ,মাশরাফি , আল-আমিন, মুস্তাফিজ।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত , ধাওয়ান , কোহলি , রায়না , যুবরাজ , ধোনি , জাদেজা , পান্ডে , আশ্বিন , বুমরাহ , নেহরা।