খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬:হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনার অন্যতম সন্দেহভাজন অটোরিকশা চালক চালক বাচ্চু মিয়া র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চুনারুঘাট দেওরগাছ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামানের ভাষ্য।
পুলিশ বলে আসছে, পঞ্চায়াতের বিরোধের জেরে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বাচ্চু। তার অটোরিকশাও ওই ঘটনায় ব্যবহার করা হয়েছিল।