খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: মশা মারার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক শিশুর! মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগর বেপাড়ায়। মৃতের নাম ইরফান মণ্ডল (৩)। পুলিশ সূত্রে খবর, ঘরে মশা মারার ধূপ থেকে আগুন লাগে মশারিতে। পরে যা ছড়িয়ে পড়ে বিছানায়। এতেই ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় ওই শিশুর।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, মশা মারার ধূপ থেকেই এই আগুন লেগেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ছেলে ইরফানকে ঘুম পাড়িয়েছিলেন তার মা সুকুরজানবিবি। মশারির মধ্যে ইরফানকে শুইয়ে রাখলেও ঘরে মশা থাকায় ধূপ জ্বালিয়ে দেন সুকুরজানবিবি। এর পর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে প্রতিবেশীর বাড়িতে টিভিতে সিরিয়াল দেখতে যান সুকুরজানবিবি। সেই সময় বাড়িতে ছিলেন না ইরফানের বাবাও।
সিরিয়াল শেষে রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি ফেরেন সুকুরজানবিবি। বাড়ি ফেরার পথেই দূর থেকে চামড়া পোড়া গন্ধ পান। বাড়ির কাছে আসতেই তিনি দেখতে পান ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এর পর ঘরের দরজা খুলতে বিছানার উপর অগ্নিদগ্ধ সন্তানের নিথর দেহ দেখতে পান। চিৎকার করে ওঠেন সুকুরজানবিবি। সেই চিৎকার শুনেই ছুটে আসেন আশপাশের প্রতিবেশীরা। তাঁরা এসে দেখেন বিছানাটি পুড়ে গিয়েছে আগুনে।
তারই মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে ওই শিশুটির। এই ঘটনা প্রত্যক্ষ করার পরই কান্নায় ভেঙে পড়েন ইরফানের মা। প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তারা রাতে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্তে পুলিশের অনুমান, খাটের তলায় মশা মারার ধূপ জ্বালানো হয়েছিল। সেখান থেকেই মশারির সিন্থেটিক কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে যা গোটা বিছানাটিকে গ্রাস করে নেয়। যদিও এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।