Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mrsumon007_1322049419_1-akandablog_1182547587_1-Ziaur_Rahman15খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শারুরাহ জেলা বিএনপি,সৌদি আরব পশ্চিম অঞ্চল ও জেড র্ফোস সৌদি আরব পশ্চিম অঞ্চল এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন শাহজাহান কামাল- সভাপতি, শারুরাহ জেলা বিএনপি,সৌদি আরব পশ্চিম অঞ্চল ও ১ নং যুগ্ম আহবায়ক, জেড র্ফোস সৌদি আরব পশ্চিম অঞ্চল । উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম অঞ্চল এর শারুরাহ জেলা বিএনপি নেতা মো: আব্দুর রউফ, মো: শাহীন মাহমুদ, মো: মঈনুদ্দিন এবং জেড র্ফোস সৌদি আরব পশ্চিম অঞ্চল এর নেতা মো: বেলাল হোসেন, মো: দুলাল হোসেন, মো: খসরু, মো: আবু হোরায়রা, শাহজাহান কাজী, মো: আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ জেড ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই খবর জানা য়ায়।
সভায় বক্তারা বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস এমন একটি সময় আমরা পালন করছি যে মর্হুতে আমাদের মাতৃভূমি বাংলাদেশে কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। যে সব বৈষম্যের কারনে ১৯৫২ সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছিল, সে সব কারন আজ ভয়াবহ রুপে  আমাদের দেশে বিদ্যামান। বর্তমান সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে জামিন সত্ত্বেও শোন অ্যারেস্ট দেখে বন্দী করে রেখেছে। ডেইলি স্টারেরর সম্পাদক জনাব মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রতিনিয়ত মামালা দিচ্ছে। জিয়া পরিবারের উপর তো একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেই। মিথ্যা মামলায় বি এন পি’র হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। সরকার মানুষের মুক্ত চিন্তা করার, মুক্ত কথা বলার অধিকার ক্ষুন্ন করে পুরো দেশটাকে অবরুদ্ধ কারাগারে পরিনত করেছে। এ সব থেকে পরিত্রান ও ভাষা আন্দোলনের সকল শহীদ এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।