Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Sibpur picture-25(1)খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: নরসিংদীর শিবপুরে আনোয়ার বাহিনীর হামলায় ২জন আহত।শিবপুরের চাঞ্চল্যকর আরিফ পাঠান মেম্বার হত্যার আসামীদের হামলায় তার মামলা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারী রনি দত্ত(৩০) ও কাউছার (২৪)গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার বিবরনে জানা গেছে রনি দত্ত গত ২৩ ফেব্র“য়ারী রাত ৭ঘটিকার সময় ব্যবসায়িক প্রয়োজনে শিবপুর থানার ঢাকা সিলেট সড়কের আমতলা বাসষ্ট্যান্ডের পূর্বপার্শ্বের রাস্তায় পৌছলে আরিফ পাঠান মেম্বার হত্যা মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন(৪৫),মুকুল মিয়া(৩৫),শাহজাহান(৩২),ফারুক(২৫),সর্ব পিতা আলতাফ হোসেন,সর্ব সাং শাহপুর(পাটুয়ারপাড়)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন আসামী ছোড়া,চাপাতি,লোহার রড় ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথরোধ করে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক অপহরন করে আসামীদের বাড়িতে নিয়ে আটকে রেখে আসামী রাজিয়া বেগম(৩৭) স্বামী আনোয়ার হোসেন,মোসাঃ লাকী বেগম(২০)পিতা আনোয়ার হোসেন,মোসাঃ রুমা বেগম(২২)স্বামী শাহজাহান সহ অন্যান্য আসামীরা রনি দত্তকে এলোপাথারি মারপিট করে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।সংবাদ পেয়ে মরহুম আনোয়ার মেম্বারের ভাই রোমান মেম্বারের ড্রাইভার কাউছার(২৪) রনি দত্তকে উদ্ধার করতে গেলে আসামীরা তার উপরও চড়াও হয়ে আসামীগন চাপাতি দিয়ে কুপিয়ে মাথায় মারাত্বক জখম করে তার নিকট থাকা নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে যায়।মরহুম আনোয়ার মেম্বারের ভাই রোমান মেম্বার ঘটনা শুনে পুলিশের সহায়তায় আসামীদের নিকট থেকে মূমূর্ষ অবস্থায়  রনি দত্ত ও কাউছারকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা অত্যন্ত আশংকাজনক।এ ব্যাপারে শিবপুর থানায় মহিলা পুরুষ সহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য যে কিলার মোস্তফা পুটিয়া ইউনিয়নের জনপ্রিয় তরুন আরিফ পাঠান মেম্বার হত্যা,দুলাল ভান্ডারী হত্যা ও পুলিশের নিকট থেকে অস্ত্র লুটের এজাহার নামীয় আসামী।