খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটিতে খুনিদের সম্মেলন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে এখনও একাত্তরের মতো গভীর ষড়যন্ত্র করছে। তাদের ম“ দিচ্ছে খুনি জামায়াত ইসলাম, আলবদর রাজাকাররা। সেই খুনিদের নিয়ে দল গঠন করে খালেদা জিয়া খুনিদের সম্মেলন ঘটিয়েছেন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ) এর জাতীয় সম্মেলনে খালেদা জিয়ার অভ্যাস কোনোদিন পরিবর্তন হওয়ার নয় বলেও মন্তব্য করে শাজাহান খান বলেন, ‘খাইসলত না যায় ধুইলে, ইজ্জত না যায় মইলে।’ মুক্তিযুদ্ধে ২৯১ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার নাম এসেছে জানিয়ে তিনি বলেন, ‘আরো তদন্ত হচ্ছে। তাদের বিচার করার উদ্যোগ নেয়া হচ্ছে।’