খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রকাশকদের দাবির পর বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি। তবে আলোচনা ছাড়াই আয়োজকদের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে প্রকাশকরা বলেছেন, প্রতিদিন মেলার শুরুতে না করে শেষে সময় বাড়াতে বলেছিলেন তারা।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় খুলবে মেলার ফটক, চলবে আগের মতো রাত ৮টা পর্যন্ত। বাকি দিনগুলোতে নির্ধারিত সময় বেলা ৩টার এক ঘণ্টা আগে বেলা ২টায় শুরু হবে মেলা; চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বৃহস্পতিবার নতুন এই সময়সূচির কথা জানান।
পূবালী লঘুচাপের প্রভাবে বুধবার ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় মেলার বেশিরভাগ স্টল। ওই দিন প্রতিদিনের নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় মেলার ফটক খোলা হলেও বিভিন্ন স্টলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঝুঁকি এড়াতে এক ঘণ্টার মধ্যেই ২৪তম দিনের মেলা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
জালাল বলেন, “মেলা, বৃষ্টি এবং প্রকাশকদের দাবি- ইত্যাদি সবকিছু মিলিয়ে আমরা প্রতিদিনের এই সময়সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলা একাডেমির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়খ বলেন, “আমাদের দাবি ছিল মেলা নির্ধারিত সময়ে খুলে রাত ৯টায় শেষ হওয়ার। কিন্তু আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই একাডেমি সিদ্ধান্ত নিয়েছে।”
সমিতির জরুরি সভা থেকে শুক্রবার বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলেও জানান তিনি।
ফেব্র“য়ারিজুড়ে মেলা চলার সিদ্ধান্ত থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে মেলা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছিলেন প্রকাশকরা।
জালাল বলেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত দাবি আসে নি। দাবি আসার পর এ বিষয়ে আলোচনা করা হবে।”