খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: বিটিভির ২৫৪ জন অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা ও সম্মানী সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি ও বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের সুপারিম করা হয়।
দশম জাতীয় সংসদের ‘তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, এমপি এবং সাইমুম সরওয়ার কমল, এমপি অংশগ্রহণ করেন।
কমিটি বিটিভিকে সচল রাখার জন্য নতুন পদ সৃষ্টি করে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিতদের ঐ সকল পদে নিয়মিত করনের সুপারিশ করে।
বৈঠকে এফডিসি’র উন্নয়নে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার তছির আহম্মদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।