খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সিঙ্গাপুরের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। তিনি বাংলাদেশ থেকে ২০১৫ সালে ৫৫ হাজার ৫শ’২৩ জন দক্ষ কর্মীকে সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ।
আজ সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী লীম সুই সেকের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ধন্যবাদ জানানো হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বর্তমানে ৩ দিনের এক সরকারি সফরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। মন্ত্রী সিঙ্গাপুর সফর শেষে আগামী ২৮ ফেব্র“য়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
আজ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠককালে বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনার মাহাবুব-উজ-জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আকরাম হোসেন এবং কাউন্সেলর (শ্রম) আয়েশা সিদ্দিকা শেলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ সময় সিঙ্গাপুরে নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার জন্য সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রীকে অনুরোধ জানান।
বৈঠকে সিঙ্গাপুর সরকারের জনশক্তি মন্ত্রী লীম সুই ছে বলেন, সিঙ্গাপুর অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নিতে বেশি আগ্রহী। তিনি আরও বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুরে অনেক বিদেশী কর্মী কাজ করছে। তিনি বাংলাদেশের দক্ষ কর্মীদের কাজের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে নার্স, কেয়ার গিভার্স, গৃহকর্মী, হোস্টেল সার্ভিসে দক্ষ কর্মী নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।