Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসরে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই নারী আম্পায়ার। নারীদের টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করবেন তারা। ক্যাথলিন ক্রস ও ক্লেয়ার পোলোস্ককে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাদের অফিসিয়ালদের তালিকায় রেখেছে। টি-টোয়েন্টি বিশ্ব আসরের ৩১ ম্যাচ কর্মকর্তাদের দুজন তারা। এর আগে কোনো টি-টোয়েন্টি আসরে নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করেননি। ভারতে ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে বিশ্ব আসর।
নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস ইতিহাস গড়বেন ১৬ মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের মাধ্যমে। অন ফিল্ড আম্পায়ার হিসেবে অনিল চৌধুরির সাথে ম্যাচ পরিচালনা করবেন। ক্যাথলিন হবেন ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ম্যাচ পরিচালনা করা প্রথম নারী আম্পায়ার। ২০১৪ সালে প্রথম নারী হিসেবে আইসিসির আম্পায়ার প্যানেলে ঢোকেন তিনি। নারীদের বিশ্বকাপের তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্কের টি-টোয়েন্টি বিশ্ব আসরে অভিষেক হবে ১৮ মার্চ।
সেদিন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচটিতে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সাথে থাকবেন ভিনিত কুলকার্নি। পোলোস্ক ম্যাটাডোর ওয়ানডে কাপের তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতার ম্যাচ পরিচালকদের মধ্যে থাকা প্রথম নারী তিনি।