খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: ব্যাট হাতে দারুণ শুরু করলেও পথ হারাল শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে বর্তমান চ্যাম্পিয়নদের রানটাকে ধরাছোঁয়ার মাঝেই আটকে রাখল সংযুক্ত আরব আমিরাত।এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুরে আমিরাতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছে শ্রীলঙ্কা।
আগের দিনের মতো এদিনও শের-ই-বাংলার উইকেট ছিল না চিরাচেনা চেহারায়। বাংলাদেশ-ভারত ম্যাচের মতো ঘাসে ভরা উইকেট না হলেও ছিল ঘাসের ছোঁয়া। শুরুতে উইকেটে সুবিধা কাজে লাগাতে না পারলেও পরে সেখানে দারুণ বোলিং করেছে আমিরাতের বোলাররা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিডিয়াম পেসার আমজাদ জাভেদ।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমে দারুণ এক অর্ধশতক করেছেন দিনেশ চান্দিমাল। তবে ফিরে গেছেন পঞ্চাশ ছুঁয়েই। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিলকারতেœ দিলশান। ৬৮ রানের উদ্বোধনী জুটির পর বাকি সব জুটি মিলে এসেছে আর মাত্র ৬১!
পাওয়ার প্লের ৬ ওভারে চান্দিমাল ও দিলশান তোলেন ৪৯ রান। দুজনের উদ্বোধনী জুটি ছিল ৯ ওভারে ৬৮ রানের। এরপরই ধীরে ধীরে পাল্টে যেতে দৃশ্যপট। দিলশানকে (২৮ বলে ২৭) ফিরিয়ে আমিরাতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আমজাদ জাভেদ। পরের ওভারে ফিরিয়ে দেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মিলিন্ডা সিরিবর্ধনাকেও (৬)।
আমজাদের বলে ২ রান নিয়ে চান্দিমাল স্পর্শ করেন অর্ধশতক, ৩৮ বলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি তার মাত্র দ্বিতীয় অর্ধশতক। কিন্তু তার পথচলা থমকে গেল ওখানেই। পরে বলেই পুল করতে গিয়ে ক্যাচ দিলেন মিড উইকেটে।
সেই ফাঁস আর আলগা করতে পারেনি লঙ্কানরা। বরং দুই প্রান্ত থেকেই দুর্দান্ত বোলিংয়ে আরও চেপে ধরে আমিরাত। দ্বিতীয় স্পেলে ফিরে দুটি উইকেট নেন আমিরাতের মূল স্ট্রাইক বোলার নাভিদ। প্রথম স্পেলে ২ ওভারে ২১ রান দিলেও শেষে ফিরে দুটি উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার মোহাম্মদ শাহজাদ। ২৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার আমজাদ।
পেস সহায়ক উইকেটেও দারুণ বোলিং করেছেন আমিরাতের দুই স্পিনার। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার আহমেদ রাজা। ৩ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন অফ স্পিনার রোহান মুস্তাফা।
এই উইকেটে লঙ্কান বোলিং আক্রমণের সামনে ১৩০ রানের লক্ষ্যও সহজ হবে না। তবে বোলারদের সৌজন্যে দারুণ এক অঘটনের ক্ষেত্র প্রস্তুত, আমিরাতের প্রয়োজন একটু সাহসী ব্যাটিং।