খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: মিশরের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে প্রয়োজনে নিজেকে বিক্রি করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে অনলাইন বেচাকেনার সাইট ই-বেতে নিলামে তুলেছে দেশটির লোকজন।
এই নিলামে তোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিসির দাম উঠেছিল ১ লাখ ডলার।
বুধবার এক টেলিভিশন ভাষণে সিসি বলেন, ‘যদি দেশের প্রয়োজনে নিজেকে বিক্রি করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমি সেটাই করব।’ এসময় সিসি জনগণকে সরকারি তহবিলে বেশি বেশি অর্থ প্রদানের আহ্বান জানান। দেশের অর্থনীতি চাঙ্গা করতে তিনি মোবাইল ব্যবহারকারীদের ওপর করারোপেরও ঘোষণা দেন তিনি।
এ বক্তব্যের পরপর এক ব্যক্তি মজা করার জন্য ই-বের ফান পেজে সিসির বক্তব্যটি পোস্ট করেন এবং তাকে নিলামে তোলেন। এতে লেখা ছিল, ‘একজন বহুল ব্যবহৃত ফিল্ড মার্শালকে বিক্রির জন্য’। প্রথমে ১শ পাউন্ড দিয়ে শুরু করলেও পরে তা এক লাখ ছাড়িয়ে যায়। কিছুক্ষণ পরে অবশ্য ই-বে কর্তৃপক্ষ ওই নিলাম বিজ্ঞপ্তি সরিয়ে দিয়েছে। ফেসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে একে কিনে নিন। মিশরকে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করুন। আমাদের কোনো আপত্তি নেই।’
মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৪ সালে সরিয়ে ক্ষমতা দখল করেন সিসি। এরপর থেকেই দেশটির রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছেন তিনি।