.খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬:এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারিয়েছে শ্রীলংকা। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে আরব আমিরাত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মালিঙ্গার প্রথম বলেই রোহানের উইকেট হারায় কিছুটা চাপে পরে যায়। এরপরে কালিম ও শাহজাদকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পরে আরব আমিরাত। শেষ পর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সামর্থ হয়।
এর আগে বৃহস্পতিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। শুরু থেকেই আমিরাতের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন চন্ডিমল ও দিলশান। উদ্বোধনী জুটিতে তারা ৬৪ রান করেন। ব্যক্তিগত ২৭ রানে দিলশান ফিরে গেলেও উইকেটে আকড়ে থাকেন চন্ডিমল। ৩৯ বলে অর্ধশতক পূরণ করার পর অবশ্য তিনি থাকতে পারেননি। আমজাদ জাভেদের বলে মোহাম্মদ সেহজাদের হাতে ধরা পড়েন তিনি।
অল্প রানের মধ্যেই বিদায় নেন স্রিওয়ার্দানা, শানাকা ও এঞ্জেলো ম্যাথিউস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এশিয়ার ক্রিকেটের পরাশক্তি দেশটি।১০ রানের বেশি করতে পারেন নি আর কোনো ব্যাটসম্যানই।
আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন আমজাদ জাভেদ। এছাড়া মোহাম্মদ নাভিদ ও শাহজাদ পান দুটি করে উইকেট।