Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এটিএম জালিয়াতির হোতা থমাস পিটারের গুলশানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত প্রিমিও মডেলের একটি প্রাইভেট কার জব্দ করেছে।
এ সময় তার বাসা থেকে তিন চাকা বিশিষ্ট একটি অত্যাধুনিক মোটরবাইক, মোবাইল ফোন, ল্যাপটপ, একটি ব্রিফকেসসহ বেশ কিছু মালামাল জব্দ করেছে।
সূত্র জানায়, গ্রেফতারকৃত থমাস পিটারের সঙ্গে দেশী-বিদেশী বেশ কয়েকজন ভিআইপির সখ্যতা রয়েছে। ওই সব ভিআইপিরা তার এই জালিয়াতির সঙ্গেও জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর এই অভিযান চালানো হয়। এসময় সেখানে জব্দকৃত মালামাল নিয়ে মিন্টো রোডস্থ ডিবি কার্যলয়ে নেওয়া হয়েছে। আর জব্দকৃত ব্রিফকেসের ভিতরে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। তাতে লেখা রয়েছে- ‘রিপ্রেজেনটেটিভ অব দ্য মিনিস্ট্রি অব এডুকেশন অব দ্য রাশিয়ান ফেডারেশন’। ওই কার্ডে ইউরোপ ও এশিয়া উল্লেখ করে দুটি নম্বর দেয়া আছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, তার গাড়িতে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।