খোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর উত্তরায় একটি বাসার রান্নাঘরের গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে ১৩ নম্বর সেক্টরের ৩ নং রোডের ৮ নম্বর বাসার সপ্তমতলায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শালিল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)। তাদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক।
ঘটনার বিবরণে জানা যায়, মার্কিন দূতাবাসের মেইনটেন্যাস্ট ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়া বেগম সকালে রান্না করতে যান। হঠাৎ গ্যাসপাইপে বিস্ফোরণ হলে প্রথমে রান্নাঘরে আগুন ধরে যায়। পরে তা পুরো ফ্লাটে ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের ৫ সদস্যের সবাই গুরুতর দগ্ধ হন। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আগুনে শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ, সুমাইয়া বেগমের ৯০ শতাংশ, শালিলের ৮৮ শতাংশ, জারিফের দুই হাত ও দুই পা পুড়ে গেছে এবং জারানের ৭৪ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।