Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তানের বউ তিনি। স্বামী শোয়েব মালিক এখনো পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। স্বামীর ভালোটা খুব চান সানিয়া মির্জা। কিন্তু সব কিছুর আগে তো দেশ আগে। ভারতের এই সুপারস্টার টেনিস খেলোয়াড় তাই সব অবস্থায় তার দেশের ক্রিকেট দলের পাঁড় ভক্ত। এই যে শনিবার এশিয়া কাপে ঢাকায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে, এই ম্যাচে মালিক খেলবেন। কিন্তু সানিয়া যথারীতি ভারতের সমর্থক। ভারতের একটি টেলিভিশন চ্যানেল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচের আগে ধরলো মালিককে।
মালিকই জানালেন, সানিয়া ভারতকে সমর্থন দেবেন। যদিও চাইবেন স্বামী ভালো পারফর্ম করুক। মালিকের কথায়, “আমরা আগের মতোই আছি। ও টিম ইন্ডিয়াকে সমর্থন করে। সেই সাথে চায় তার স্বামী খেললে সে যেন ভালো পারফর্ম করে।” ভারত দারুণ ফর্মে আছে। ২০১৬ তে তারা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে।
পাকিস্তান-ভারত ম্যাচে অবশ্য কখনো এক দলকে ফেভারিট বলার উপায় নেই। তবে সানিয়া তার দেশকে সমর্থন করলেও মালিক মাঠে ছেড়ে কথা বলবেন না, “ভারতের ব্যাটসম্যানরা দারুণ ধারাবাহিক। কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। এটা অসাধারণ খেলা হবে। দুই দলের খেলোয়াড়দের জন্যই এটা বড় সুযোগ। ভারত-পাকিস্তান ম্যাচে সব সময় এমনই হয়।