Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ৪৫ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফি বাহিনীকে। তবে ভারতের বিপক্ষে হারলেও এখনই আশা শেষ হয়ে যায় নি টাইগারদের। টাইগাররা এশিয়া কাপে খেলবে আরও তিনটি ম্যাচ। আজ তারা মুখোমুখি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে।
অতীতের ভুল শুধরে এ ম্যাচেই ফিরতে চায় মাশরাফির দল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই বাংলাদেশের একাদশ নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করা হয়েছে। আজকের ম্যাচে দলের একাদশে রাখা নাও হতে পারে ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ কে। তাঁদের জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ নাসির হোসেন ও আরাফাত সানি। এ ম্যাচে বাংলাদেশ স্বভাবতই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।