খোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশ টস জিতে ব্যাট করতে চেয়েছিল। তাই হলো। যদিও সংযুক্ত আরব আমিরাত জিতলো টস। শ্রীলঙ্কার বিপক্ষে আগের দিনের ম্যাচের মতো আমিরাত আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের আগের ম্যাচে ভারতের কাছে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কা হারিয়েছে আমিরাতকে।
টস হারার পরও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অখুশি নন, “আমরা টস জিতলে ব্যাটিং নিতাম। আগের ম্যাচে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছিলাম। এই ম্যাচে আমরা দ্রুত উইকেট না হারানোর চেষ্টা করবো। একটা ভালো সংগ্রহ গড়তে চাইবো।”
আমিরাত আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ১২৯ রানে আটকে ফেলেছিল। তাদের মিডিয়াম পেসাররা মুগ্ধ করেছিলেন। আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ বললেন, “এই ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে গতকালের ম্যাচের মতো অল্প রানে বেধে ফেলার।