খোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে তিনি ব্যাটিংই বেছে নিতেন।
বাংলাদেশের প্রথম ম্যাচের মতো উইকেট এবার ঘাসে ভরা নয়। তবে যথারীতি আছে ঘাসের ছোঁয়া। স্টার স্পোর্টসের পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, ৬-৭ ওভারের পর ব্যাটিং খানিকটা সহজ হতে পারে; তবে উইকেট মূলত কথা বলবে বোলারদের হয়েই।
প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশ থেকে পরিবর্তন আছে একটি। ইমরুল কায়েসের জায়গায় একাদশে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান।
ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।