Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: কখনও টাকার জন্য ছেলে মাকে খুন করছে। কখনও প্রত্যাখ্যানের অপমানে প্রেমিক প্রমিকাকে শেষ করে দিচ্ছে। রোজই এমন কোনও না কোনও নৃশংসতার খবর শোনা যায়। কিন্তু নৃশংসতা কোন মাত্রায় পৌঁছলে কেউ এমন কা- করতে পারে। মানুষের এই নির্মমতা দেখে শিউরে উঠেছিল পুলিসও।
মঙ্গলবার সকালে থাইল্যা-ের এক কবরখানা থেকে হঠাৎ‍ এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এক মহিলা। আওয়াজ লক্ষ্য করে শিশুটিকে খুঁজতে গিয়ে তিনি অবাক হয়ে যান। শব্দটা আসছে কবরের ভিতর থেকে। কবর খুঁড়ে তিনি যা দেখেন তা যে কোনও লোককে চমকে দেবে। একটি সদ্যজাত শিশু যার সারা শরীরে অসংখ্যবার ছুরির আঘাতের চিহ্ন। চরম যন্ত্রণা সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদছে। হয়ত মাকে খুঁজছে। কিন্তু পুলিসের অনুমান, শিশুটির এমন অবস্থা করেছে তার মা-ই। থাইল্যা-ে গর্ভপাত বে আইনী হওয়ায় মাঝে মাঝেই এরকম শিশু হত্যার ঘটনা ঘটে। তবে এমন নৃশংস কা- কমই দেখা যায়। নিজের মা তাকে মেরে ফেলতে চাইলেও ওই মহিলার সেবায় শিশুটি এখন বিপদের বাইরে। এই জন্যই বোধহয় বলে ‘রাখে আল্লাহ মারে কে’।