খোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে করতে হবে ১৩৪ রান।
বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিথুন। তার ৪৭ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল।
দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ইনিংসে ১টি চার ও ২টি ছক্কার মার ছিল।