Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

phone১। সর্বদা বাম কানে ফোন রিসিভ করুন।

২। ঠাণ্ডা পানি দিয়ে ঔষধ খাবেন না।

‪৩। বিকেল ৫টার পর ভারী খাবারখাবেন না (বিশেষ করে দুপরের খাবার)।

‪৪। ‎পানি সকালে বেশি পান করুন,রাতে তুলনামূলক কম।

‪৫। ঔষধ খাওয়ার সাথে সাথেইশুয়ে পড়বেন না।

‪৬।ফোনের ব্যাটারি যখন এক দাগ তখন ফোনরিসিভ না করাই ভালো, কারনতখন ফোনের রেডিয়শন ১০০০ গুন বেশি শক্তিশালী হয় !

‪৭। ‎কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।

‪৮। কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।

‪৯। ‎ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।

‪১০। ‎পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন । ফর্সা হবে পরিস্কার হবে

‪১১। পায়ের গোড়ালী ফাটলে , পেয়াজ বেটে প্রলেপ দিন । ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবে না ।

‪১২। প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত মাজেন কুলি করেন তবুও   মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ? ব্যাপার না , নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।