খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: নতুন ফরম্যাটের এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। তবে আজ তাদের লড়তে হবে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে। এদিকে পাকিস্তান আজ তাদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের মুখোমুখি হবে।
এই ম্যাচকে সামনে রেখে বেশ উত্তেজনা ছড়াচ্ছে। কথার লড়াইও বেশ জমে উঠেছে। তবে ময়দানি লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। তার আগে চলুন দেখে নেই কেমন হতে পারে দু’দলের সম্ভাব্য একাদশ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
১. শারজিল খান
২. মোহাম্মদ হাফিজ
৩. উমর আকমল
৪. শোয়েব মালিক
৫. ইমাদ ওয়াসিম
৬. সরফরাজ আহমেদ
৭. শহিদ আফ্রিদি
৮. আনোয়ার আলী
৯. ওয়াহাব রিয়াজ
১০. মোহাম্মদ আমির
১১. মোহাম্মদ ইরফান।
ভারতের সম্ভাব্য একাদশ :
১. শিখর ধাওয়ান
২. রোহিত শর্মা
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. হার্দিক পান্ডে
৭. এমএস ধোনি
৮. রবীন্দ্র জাদেজা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জাসপ্রিত বুমরাহ
১১. আশিষ নেহেরা।