Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পর্ষদের সভা ২৯ ফেব্র“য়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর লিস্টিং লেগুলেশন ১৬(১) অনুযায়ী কোম্পানির এ সভা আহ্বান করা হয়েছে। সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে।
চলতি অর্থবছরের আগস্ট-অক্টোবর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৫৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।
চলতি বছরের মে-অক্টোবর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয় এক টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময় ইপিএস ছিল এক টাকা ২৬ পয়সা। ২০১৫ সালের ৩০ অক্টোবর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়ায় ১৭ টাকা ৭৬ পয়সা।
গত এক মাসে জিপিএইচ ইস্পাতের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫২ টাকা ১০ পয়সা ও সর্বনিম্ন দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৫৯ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৪ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।