খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকত না, মার্শাল ল’ জারি (প্রতিষ্ঠিত) হতো। সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে গণতন্ত্রকে রক্ষা করেছেন। এর সুফল এরই মধ্যে বইতে শুরু করেছে। গতকাল দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় ১০০ শয্যাবিশিষ্ট অরবিন্দ শিশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয় এবং বর্তমান সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে। বিশিষ্ট সমাজসেবক ও অরবিন্দ শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান ও যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ আজিজ, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ দেশের মানুষ বারবার বিএনপির আন্দোলন প্রত্যাখ্যান করছে, যার নমুনা পৌর নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তাদের নেতারা বিপুল ভোটে হেরেছেন।
হুইপ ইকবালুর রহীম বলেন, ১৯৮৭ সালে স্থানীয় মহৎ ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত অরবিন্দ শিশু হাসপাতাল শুরু থেকেই মানুষের সেবা দিয়ে আসছে। তিনি বলেন, বর্তমান সরকার হাসপাতালের নতুন ভবন নির্মাণে ৫ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
পরে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।