খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে প্রধান বিচারপতি যে অভিযোগ তুলেছেন মীর কাসেম আলীর রায়ের পর তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনার শেষে আইন মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় আইনমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চায় যে, সম্প্রতি মীর কাসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।’ এ বিষয়টি মন্ত্রণালয় কিভাবে দেখছে।
এর উত্তরে আইন মন্ত্রী বলেন, এ বিষয়ে আমি সরাসরি কিছু জানি না। পত্রিকার মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। মামলার রায়ে এ বিষয়ে কোন প্রতিকার থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়ে যদি না থাকে, তবে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রায়ের পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি আইনজীবী হিসেবে সাবজুডিশিয়াল (বিচারাধীন) বিষয়ে মন্তব্য করিনি। এখন আইনমন্ত্রী হিসেবেও মন্তব্য করব না।