খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক মেধাবী ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টুর নামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রাথী শেখ বদিউজ্জামান রুবেল।রুবেল বলে সময়ের সব চাইতে সাহসী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের আস্থাভাজন ও মেধাবী ছাত্রনেতা বর্তমা
ন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুর অর্থের বিনিময়ে কমিটি বানিজ্য,নিউজটি সম্পুরন্য মিথ্যা,বিত্তিহীন ও সড়যন্তমুলক।
অতীতের ছাত্রদলের যত কমিটি হয়েছে তার মধ্যে এই কমিটি অন্যতম শক্তিশালী ও আন্দলোনমূখী কমিটি।যে বা যারাই এই কাজটি করেছেন তারা ছাত্রদলের ইমেজ নষ্ট এবং কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান।সামনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি হবে তাই তাকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করেছে একটি স্বার্থ নিশি মহল।আমি পিরোপুর জেলা ছাত্রদলের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদককে নিয়ে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।