Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যে শিকাগো শহরের পুলিশ বিভাগের জরুরি টেলিফোন সেবা প্রদানের জন্য নাইন ইলেভেন নম্বরে বাংলা ভাষা সংযোজন করা হয়েছে। এখন ৯১১ নম্বরে ফোন করলে পুলিশের সেবাসংক্রান্ত কথা শোনা যাবে বাংলাতে। গত বৃহস্পতিবার শিকাগো সিটি কর্তৃপক্ষ বাংলা ভাষা সংযোজনের এ সিদ্ধান্ত নেয়।
শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরী স্থানীয় গণমাধ্যমে জানান, পুলিশের সেবায় বাংলা সংযোজনে বাংলাদেশিরা অনেক চেষ্টা করেছেন। তাদের অব্যাহত প্রচেষ্টায় এ সেবা চালু করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসন ওয়েংগেল এক ই-মেইল বার্তায় বাংলা চালুর কথা আমাকে জানিয়েছেন। নাইন ইলেভেন বা ৯১১ নম্বরে ফোন করে আমি বাংলায় কথা বলার জন্য অনুরোধ জানাতে হবে। এরপর বাংলাভাষী অপারেটর টেলিফোনে কথা বলা শুরু করবেন।”
শিকাগোসহ আশপাশের সবগুলো শহরেই হাসপাতালসহ সেবামূলক সকল প্রতিষ্ঠান বাংলা ভাষা সংযোজনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই চালু হবার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা করছেন।