Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষে বাবা হতে যাচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর এ সময়ে সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে স্ত্রীর পাশে ব্যাংককেই রয়েছেন তামিম। আর এর জন্য দেশের মাটিতে খেলতে পারছেন না এশিয়া কাপ।
তামিমের এই ভালোবাসা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মা হওয়ার প্রাক্কালে এক বার্তা দিলেন স্ত্রী আয়েশা। তিনি লিখেছেন, তামিম ইকবাল, বাংলাদেশ ও পৃথিবীর বেশির ভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভার জন্য, তার দারুণ সব ইনিংসের জন্য, নায়কোচিত স্কোরের জন্য। তবে এর বাইরেও এই মানুষরটা এমন কিছু গুণ আছে যা সকলের অজানা।
তিনি শুধু দারুণ একজনই স্বামীই নন, খুবই নরম মনের একজন। বলা যায়, ওই আমাদের পরিবারের মেরুদণ্ড। সবার জন্য ওর ভালবাসা আর ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য ও উপদেশের জন্য অপেক্ষা করে, তাহলে তিনি কখনওই নিরাশ হবেন না।
আমি প্রতিটা দিন ওর সাথে থাকি আর অবাক হয়ে হয়ে কিভাবে ও এত-শত কাজ এতটা যতœ নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, সেরা বন্ধু, সেরা স্বামী আর ইনশাল্লাহ একটা সন্তানের সেরা বাবা হবে।
আশা করি তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুক আর পৃথিবীর সবটুকু সুখ তুমি পাও। অনেক ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য! তোমাকে ভালবাসি।