খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: পাক-ভারত ম্যাচ মানেই উত্তাপ। খেলার প্রতিটি মুহূর্তই থাকে উত্তেজনায় ভরা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার পাশাপাশি এই উত্তেজনা ছড়িয়ে পড়ে ২২ গজের মধ্যেও। সেজন্য এই দুই দলের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে ক্রিকেট বিশ্ব।
শনিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে ক্রিকেট বিশ্বের এই দুই পরাশক্তি। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এশিয়া কাপের তৃতীয় ম্যাচটি। এটি এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ হলেও ভারতের দ্বিতীয়।
আজকের ম্যাচে জমজমাট হবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল ফতুল্লায় দুই দলের অনুশীলনের সময় এর আন্দাজ পাওয়া গেছে। সেখানে দুই দল পাশাপাশি আড়াই ঘণ্টা ধরে অনুশীলন করলেও কেউই কারও সঙ্গে সামান্যতম সৌজন্য বিনিময় করেননি। এতেই অনুমান করা যাচ্ছে আজকের ম্যাচের ভবিষ্যদ্বানীর কথা।
ইতোমধ্যে শহীদ আফ্রিদি ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর চেষ্টা শুরু করেছেন। তিনি দাবি করছেন, ভারত-পাক সম্পর্ক যেমনই হোক না কেন, ক্রিকেট বা খেলাকে তার বাইরে রাখা উচিত। যদিও পাকিস্তান সরকার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বারবার এগিয়ে এসেছে।
এদিকে শুক্রবারও অনুশীলন করেননি ধোনি, নেহরা। পিঠে ব্যথা থাকায় ধোনিকে এবং চোট পাওয়ায় নেহরাকে গতকাল অনুশীলন করানো হয়নি। আজকের ম্যাচে ভারতেও পাকিস্তানকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিবে বলে গতকাল অনুশীলনের আগে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা জানিয়েছিলেন।
পাকিস্তানকে সমীহ করে তিনি বলেন, ‘পাকিস্তানের ভালোমানের কিছু বাঁ-হাতি পেসার রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে আরো পরিকল্পনা করছি। প্রত্যেক দলের আলাদা কিছু শক্তির জায়গা থাকবে। তবে আমরা চেষ্টা করবো আমাদের শক্তির জায়গাগুলোতে ফোকাস রাখতে।’