খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: মুখের উপর নেকাব ছিল না এই আইএস নারী সদস্যর। এই অভিযোগে শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হল তাঁর। বাইটার নামক ধারালো এক অস্ত্র দিয়ে নাকি একটু একটু করে তার চামড়া তুলে নেওয়া হয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় ওই যুবতি। মসুলে আইএস-এর শিবির থেকে পালিয়ে এসে ওই নির্যাতিতা যুবতির বোন ফতিমা সংবাদমাধ্যমকে এই খবর জানান। রুশ বংশোদ্ভূত ওই জঙ্গি আইএস-এর আল-খানসা ব্রিগেডের সদস্যা ছিল। ঘটনার দিন একটি দোকানে পোশাক দেখছিল সে।
ভুল করেই মুখ থেকে বোরখার কিছুটা অংশ সরিয়ে ফেলে ওই যুবতি। আর সেখানেই তাকে ধরে ফেলে কয়েকজন জঙ্গি। “অপরাধের” শাস্তি হিসেবে তার চামড়া ছাড়িয়ে নেয় আইএস জঙ্গিরা। আইএস গোষ্ঠীর নিয়ম অনুযায়ী বিবাহিত নারীরা কালো বোরখা, অবিবাহিতারা সাদা ও বিবাহ বিচ্ছিন্নারা নীল বোরখা পরবেন। আর বিধবাদের জন্য রয়েছে সবুজ বোরখা। আর তার কোনও নির্দেশই নাকি মানেনি সে।