Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: উত্তরায় দুই সন্তানের সঙ্গে অগ্নিদগ্ধ মোহাম্মদ শাহনেওয়াজ একদিন পর মারা গেছেন। তার স্ত্রীও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আগুনে শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল। তার স্ত্রী সুমাইয়ার আক্তার শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল শনিবার বলেন,বিকাল ৫টা ৫৫ মিনিটে শাহওনেওয়াজের মৃত্যু হয়েছে।
তিনি দুপুরেই বলেছিলেন, শাহনেওয়াজ ও সুমাইয়ার অবস্থা ‘বেশ ক্রিটিকাল’।
এই দম্পতির অগ্নিদগ্ধ দুই সন্তান দেড় বছরের জায়ান বিন শাহনেওয়াজ এবং ১৫ বছরের শাহালিন বিন শাহনেওয়াজ শুক্রবারই মারা যায়।
সেদিন সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে রান্নাঘরের আগুনে পরিবারটির পাঁচজন দগ্ধ হন।
এই দম্পতির মেজ ছেলে জারিফ (১১) কে প্রথমদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পার্থ শঙ্কর পাল জানান।