খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: বউমেলা! যার বেশিরভাগ দর্শনার্থীই নববিবাহিত নারী। মেলা উপলক্ষ্যে অনেকে আবার নাইওরে আসেন বাপের বাড়ি। বগুড়া জেলার গাবতলী উপজেলার দশ গ্রামে মাঘের শেষ বৃহস্পতিবার বসে এই মেলা। কিন্তু এই মেলাতে পুরুষ বা জামাইদের প্রবেশ করতে দেওয়া হয় না।
বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রামে বছরে একদিনের জন্য বসে ব্যতিক্রমি এই মেলা। আর এ উৎসবকে ঘিরে জমজমাট হয়ে ওঠে হরেক রকম পণ্যের লেনদেন আর বেচাকেনা।
বউমেলা বলে কথা, তাই বগুড়ার গাবতলী উপজেলার দশ গ্রামের বউ আর মায়েরা চলছেন বউমেলায় সব ব্যস্ততাকে পেছনে ফেলে। কেন না বছরে একটি মাত্র দিনে জমে উঠে এই মেলা কেবল তাদের জন্যই। কেনাকাটা থেকে আত্মীয় স্বজনদের সাথে দেখা, সাক্ষাত প্রিয় জনের সাথে মধুর সময় পার করা সবই যেন এই মেলার অনন্য উপকরণ। খোলা আকাশের নিচে বসা এই মেলায় নেই আধুনিক চাকচিক্যের বালায় নেই আধুনিক সাজসজ্জা। গ্রামীণ আবহের সত্যিকারের স্বচ্ছ আনন্দ যাকে বলে তা হলো এই বউমেলা।
বাঙালি জাতির সাথে মিশে আছে নানা ধরনের মেলা আর উৎসব। বগুড়া জেলার মহিষাবাড়ির এই ব্যতিক্রম ধর্মী বউমেলাকে ঘিরে স্থানীয় জনগণের আগ্রহ একটু বেশি। বিশেষ করে রমনীদের যারা নতুন বা নববিবাহিতরা নাইওরে আসেন তাদের বাপের বাড়িতে আর অপেক্ষায় থাকেন এই বউমেলার একটি দিনের জন্য। মেলায় জামাই কিংবা পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। বহু দূর থেকে মেলায় আসেন সদ্য বিবাহিত নারীরা যারা এই মেলায় কেনাকাটা করে। আর এই বউমেলা এখন যেন একটি রেওয়াজে পরিণত হয়েছে। সারা দিনের এই বউমেলাতে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
বউমেলার আয়োজক ও প্রতিষ্ঠাতা মো. জাহিদুল ইসলাম বলেন, এলাকার নতুন বউয়েরা মেলায় কেনা-কাটা করতে আসেন তাই এই মেলার নাম দেয়া হয়েছে বউমেলা।Ñচ্যানেল ২৪