খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: অ্যামনিয়োটিক স্যাক সমেত একটি বাচ্চার জন্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এ ধরনের ঘটনা ৮০ হাজারের মধ্যে একটি হয় বলে চিকিৎসকদের মত। ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাটি তার হাত-পা নাড়াচ্ছে।
সাধারণত ভ্রূণকে রক্ষা করার জন্য এই অ্যামনিয়োটিক স্যাক তৈরি হয়। এর ভিতরে এক ধরনের তরলে ভর্তি থাকে। ওই তরলের মধ্যে থাকে বাচ্চাটি। জন্মের সময় অ্যামনিয়োটিক স্যাক ভেঙে বাচ্চা বেরিয়ে আসে। এই প্রক্রিয়াকে বলে ‘ওয়াটার ব্রেকিং’। এই ভিডিওতে দেখা গিয়েছে অ্যামনিয়োটিক স্যাক কেটে চিকিৎসকরা বাচ্চাটিকে বের করছেন।
ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন।