খোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: ভারতে নিজের পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। মহারাষ্ট্র প্রদেশের থানি শহরে রোববার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। তবে ঘাতক এবং নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
হত্যার আগে সবাইকে ঘুমের ঔষুধ খাওয়ানো হয়েছিল। পরে অচেতন অবস্থায় সবাইকে গলা কেটে হত্যা করেছে ওই ঘাতক। নিহতদের মধ্যে সাত শিশু এবং ছয় নারী ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে ওই ঘাতকের সঙ্গে নিহতদের কি সম্পর্ক তা এখনও জানা যায়নি। তবে ওই পরিবারের এক নারী সদস্য প্রাণে বেঁচে গেছেন। তাকে হত্যা করতে পারেনি ওই ঘাতক। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে ওই ঘাতককে ছুড়ি হাতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে নিজের পরিবারের সদস্যদের এভাবে হত্যা করলেন ওই ব্যক্তি তা এখনও পরিস্কার নয়। পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।