Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সমাজসেবা অধিদফতর থেকে অরাজনৈতিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়া হয়ে থাকে। জামায়াত নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন আমরা দেই নি এবং কখন দেওয়া হবে না।
রোববার জাতীয সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকার দলীয় সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তক্রমে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি অংশ হিজড়া সম্প্রদায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, হিজড়া সম্প্রদায়ের সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। তাদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা/বিশেষ ভাতা মাসিক ৫০০ টাকা করে দেওয়া হয়। হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ স্তরে ১ হাজার টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়।